নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের ২নং রেল গেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সৈনিকলীগের সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারন সম্পাদক পরেশ চৌধুরী, প্রচার সম্পাদক সোহেল মোল্লা, ফতুল্লা থানা সভাপতি বাদল, সহ-সভাপতি অলি আহমেদ টিটু, মো. সাঈদ হোসেন, সাধারন সম্পাদক বিল্লাল, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.রাজু আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রশিদ আহমেদ, মো. আনেয়ার প্রধান, মো. স্বাধীন আহম্মেদ, মতিউর, মোয়াজ্জেম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে লন্ডন-দিল্লি হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ১০ জানুয়ারি ফিরে আসেন শেখ মুজিবুর রহমান।
সে থেকে প্রতিবছর কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।