নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ থেকে মাদক, ঝুট সন্ত্রাস, ভূমিদস্যু, জঙ্গীবাদ ও বালু সন্ত্রাস নির্মূলে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ বিপিএম, পিপিএম। ১০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আপনারা যেমন সহায়তা করেছেন। তেমনি নতুন বছরে আপনাদের সহায়তায় এই নারায়ণগঞ্জ হবে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু অপরাধমুক্ত জেলা। ইতোমধ্যেই আমাদের হাতে ভূমিদস্যুদের নাম এসেছে, সেখানে কাউন্সিলরের নামও রয়েছে। যারা মানুষের জমি দখল করে তাদের স্থান নারায়ণগঞ্জে হবে না। যত প্রভাশালী হোক অপরাধীদের তথ্য দিন। পুলিশকে বাহিনী মনে না করে সার্ভিস মনে করতে হবে। আমরা মানুষের সেবার একটি সার্ভিস। আমরা চাই মাদক সহ যেকোন অপরাধে যদি আমাদের পুলিশ সদস্য জড়িত থাকে জানাবেন। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জ হবে যানজট, হকার ও মাদকমুক্ত। পথের ধারে সিএনজি স্টান্ড বা দোকান বসিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিবে এমন কোন কাজ আমরা হতে দিবো না। প্রাথমিকভাবে আজকে আমরা বেইলী টাওয়ার ও আশে-পাশের জায়গাগুলোর হকারদের সরিয়ে দেব। যানজট নিয়ন্ত্রণে পুলিশ শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন স্থানে আজ থেকে অবস্থান নেবে। এর আগে পুলিশ সুপার শহীদ মিনারের আশেপাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান, সিএনজি স্ট্যান্ড ও গাড়ি পার্কিং করে রাখায় তাদেরকে সরিয়ে দিয়ে সাবধান করে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক ) ( অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিপিএম ও পিপিএম, ফতুল্লা মডেল থানার পরিদর্শন (তদন্ত) মো. শাহ্ আলম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন, ট্রাফিক ইনচার্জ মো. শরুফুদ্দিন, সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।