না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোমেনের মনোনয়ন পত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাহামুদুল হক মোমেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ৯ জানুয়ারি বুধবার দুপরে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনয়ন বোর্ড থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অ্যাডভোকেট মো: মাহামুদুল হক মোমেন আইনজীবী সমিতির চলমান কমিটিতে ক্রীড়া সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহকালে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সে ঘোষণা মতে আগামী ২৪ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারীর মধ্যে আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করে মনোনয়ন বোর্ডে জমা দিতে হবে। এরপর যাচাই বাছাইয়ের মাধ্যমে বোর্ড থেকে চূড়ান্ত প্রার্থীরাই দলীয় প্যানেলে নির্বাচন করবেন।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ ভুঁইয়াকে প্রধান করে ১৩ সদস্যে বিশিষ্ট আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন ওয়াজেদ আলী খোকন, আনিসুর রহমান দিপু, খোকন সাহা, আবু হাসনাত শহীদ বাদল, হুমায়ূন কবীর, কাজী জহিরউদ্দিন কাবলু, মনিরুজ্জামান বুলবুল, শ্যামল চন্দ্র বিশ্বাস, সেলিনা ইয়াসমিন ও শাকের খান।

add-content

আরও খবর

পঠিত