রাজপথে ছিলাম, আমৃত্যু থাকবো ইনশাল্লাহ : এটিএম কামাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মিথ্যা মামলা, গ্রেফতার, কারাগার ও আদালতের বারান্দা এখন এটাই বিএনপির নেতাকর্মীদের জীবন। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের জন্য আপোষহীন থাকায় দেশমাতা বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে আমরা তাই বসে থাকতে পারি না। হতাশ হবার কিছু নেই, দেশ ও মানুষের মুক্তির জন্য লড়াই চলছে, চলবে।

সোমবার (০৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল নির্বাচন পূর্ব সময়ে পাইকপাড়া এলাকায় লাঙ্গল প্রতীকের ক্যাম্পে অগ্নিসংযোগ, ভাঙ্গচুর ও চুরির মামলায় জামিন পেয়ে আদালত চত্বরে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, কুচক্রীরা আমাদের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, বিভ্রান্ত হবেন না। দেশ ও দলের ক্রন্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিলাম, আমৃত্যু থাকবো ইনশাল্লাহ।

মামলাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, সহযোগিতায় ছিলেন জৈষ্ঠ্য সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, এড. রফিকুল ইসলাম, এড. বোরহান সরকার, এড. শহীদ সারোয়ার, এড. তরিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

উল্লেখিত মামলায় আজ আরো জামিন লাভ করেন মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, কারাবন্দি সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা এড. আব্দুল হামিদ খান ভাষানী, এড. রিয়াজুল ইসলাম আজাদ, হাসান আহম্মেদ।

add-content

আরও খবর

পঠিত