যুবলগীগ সভাপতি ও প্যানেল মেয়র মতিকে রক্তাক্ত জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জমি সংক্রান্ত বিরোধের জেরে সিদ্ধিরগঞ্জ যুবলগীগ সভাপতি ও নাসিকের প্যানেল মেয়র-২ ও ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতিকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহষ্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আদমজি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মতির সমর্থকেরা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচন উপলক্ষ্যে গড়ে তোলা শামীম ওসমানের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় উভয় পক্ষের আরো ৪ জন আহত হয়েছেন।

সূত্রে জানা গেছে, আদমজী নতুন বাজার এলাকায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সমর্থক আব্দুল হান্নান ও ইসমাইলদের সঙ্গে প্যানেল মেয়র মতিউর রহমান মতির অনুগামী আব্দুর রাজ্জাকের পৌনে শতাংশ জমি নিয়েবিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই শালিসী বৈঠক হয়। বৃহষ্পতিবার ১১ টায় উভয় পক্ষের লোকজন আবারো জড়ো হলে প্রথমে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এতে এক পর্যয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় মতিউর রহমান মতিকে রক্তাক্ত জখম করে তার প্রতিপক্ষরা। মতিকে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, একটি জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধেই মতিকে মারধর করা হয়।

add-content

আরও খবর

পঠিত