নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাম রাজনীতিক রণজিৎ কুমার চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (২ জানুয়ারি) সকাল ৮টায় পিজি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করতে তাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়। অপারেশন সফল না হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রণজিৎ কুমার বেশ কয়েকদিন যাবতই হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সমাজতান্ত্রিক আন্দোলন’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ছিলেন।
তাঁর মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আমরা জোট, শ্রুতি সাহিত্য পরিষদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, অনন্যা সাংস্কৃতিক একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।