নেতাকর্মীদের ধৈর্য্যধারণ ও একতাবদ্ধ থাকার আহবান : এড. তৈমূর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ  জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে একতাবদ্ধ থেকে পরিস্থিতি পর্যবেক্ষনের আহবান এবং দেশনেত্রী খালেদা জিয়া সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় গায়েবী মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নারায়ণগঞ্জ  জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নারায়ণগঞ্জ  জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শত বাধা বিপত্ত্বি সত্ত্বেও হামলা মামলা মাথায় নিয়ে আপনারা গনতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী মাঠে থেকে যে বীরত্বের পরিচয় দিয়েছেন সেজন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এড. তৈমূর বলেন,  ৩০শে ডিসেম্বর জাতির ইতিহাসে এক কালো দিনের জন্ম হলো, এ নির্বাচন জাতি প্রত্যাখান করেছে। আমাদের হতাশ ও বিভক্ত করার জন্য অনেকে চেষ্ঠা করবে, আপনারা নেতাকর্মীরা দলের প্রান আপনারা একতাবদ্ধ থেকে তা ধৈর্য়্য সহকারে প্রতিহত করবেন। তিনি  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে নেতাকর্মীদের ধৈর্ষ্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন। এড.তৈমূর বলেন কয়েকদিনের মধ্যেই আমরা কর্মী সভা আহবান করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সাংগঠনিক কার্যক্রম জোড়দার করবো ইনশাল্লাহ। তিনি মামলা মোকাবেলার জন্য নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তিনি নেতাকর্মীদের অবিলম্বে হয়রানি বন্ধের জন্য প্রশাসনের  প্রতি আহবান জানান।

এড. তৈমূর আলম খন্দকার ইতিপূর্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক, সোহেল রানা, সোহেল খান বাবু সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।

add-content

আরও খবর

পঠিত