সাংবাদিক রহিমের পিতার মৃত্যুতে ফতুল্লা মডেল প্রেসক্লাবের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা মডেল প্রেসক্লাব। এছাড়া নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি আনিসুজ্জামান অনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ এক বিবৃতিতে ওই শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সোমবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার সময় আব্দুর রহিমের পিতা রুস্তম আলী হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় ফতুল্লা পোষ্ট অফিস এলাকার ঐতিহ্যবাহী তুফানী প্রধান জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

add-content

আরও খবর

পঠিত