নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. রাব্বী মিয়া। রোববার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে জেলা নির্বাচন কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা শুরু করেন তিনি।
সর্বশেষ ফলাফল অনুযায়ী ২১২ কেন্দ্রে মহাজোটের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান নৌকা প্রতীকে ৩৮৪৯৪৮ ভোট, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ধানের শীষ প্রতীকে ৭৪০৪৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সেলিম মাহমুদ মই প্রতীকে ৩৩২ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন কোদাল প্রতীকে ২৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শফিকুল ইসলাম হাতপাখা প্রতীকে ২১১৯২ ভোট, সিপিবির প্রার্থী ইকবাল হোসেন কাস্তে প্রতীকে ২৮৮ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মো. ওয়াজিউল্লাহ মাতব্বর অজু গাভী প্রতীকে ১৪৩ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ প্রতীকে ৩৫৩ ভোট পেয়েছেন।
এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৬শত ১৬ জন। তারমধ্যে মহিলা ভোটর ২ লাখ ২০ হাজার ৪শত ২ এবং পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২শত ১৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৪ টি। ভোট কক্ষ ১২২৯ টি।
প্রসঙ্গ, রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।