শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ হলো প্রার্থী ও সমর্থকদের সকল ধরণের প্রচার প্রচারণা। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার পর থেকে কোনও প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচনী প্রচার কার্যক্রম চালাতে পারবে না। এখন শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্নে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তায় মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ অন্যান্য নিয়মিত বাহিনীর সদস্যরা।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের মাঝেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এই নির্বাচনের ভোটকেন্দ্র ও কক্ষের নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নামছেন ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশ-আনসার সদস্যরা। এর আগে গত ২৬ ডিসেম্বর র‌্যাব, ২৪ ডিসেম্বর সেনাবাহিনী ও ২০ ডিসেম্বর বিজিবি মাঠে নেমেছে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের  নির্বাচন অফিসের কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায়, সাধারণ ভোটারদের ভোটগ্রহণের প্রস্তুতি জন্য আমাদেও কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আশা করছি সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবারের ভোট সম্পন্ন হবে। ভোটারদের মাঝে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তারাা আহবান জানায়, ৩০ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে যেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এরইমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পৌছাতে নিরলস পরিশ্রম করছে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাই শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন তারা। সারা দেশেই এখন বইছে ভোটের হাওয়া। বিভিন্ন যানবাহন চলাচলে বিধিনিষেধ এবং ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে সড়ক ও নৌপথের যান চলাচল বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা মনিটরিংয়ে আজ থেকে নির্বাচন কমিশনে ‘আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং’ কমিটি কার্যক্রম শুরু করবে।

প্রসঙ্গত, কয়েকটি উপজেলার সমন্বয়ে ৫টি আসনে বিভক্ত নারায়ণগঞ্জের সংসদিয় আসন। এই জেলার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ২৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৪ হাজার ৩৯ জন ও নারী ভোটার ১০ লাখ ১৯৪ জন। নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররা। গত পাঁচ বছরে এই জেলায় নতুন ভোটার হয়েছেন প্রায় ২ লাখ ৪৩ হাজার। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে কাছে টানতে চাইছেন তাদের। তবে তরুণ ভোটাররা বলছেন- যারা এলাকার উন্নয়ন করতে পারবে, মাদক, জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বিরুদ্ধে থাকবেন ও নারী নির্যাতন প্রতিরোধ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেনে তারা। এবার পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৪২ হাজার ৯৩৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৭৮টি। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৪৫৯ জন ও নারী ১ লাখ ২২ হাজার ৪৮০ জন।

আর প্রতীক বরাদ্দ অনুযায়ী আসন্ন নির্বাচনে এই আসনগুলোতে ভোট যুদ্ধে লড়াই করবেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ৫ প্রার্থী লড়বেন ধানের শীষ প্রতীকে, ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৩ প্রার্থী লড়বেন নৌকা প্রতীকে, মহাজোটের হয়ে জাতীয় পার্টির ২ প্রার্থী লড়বেন লাঙ্গল প্রতীকে। এছাড়াও রয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীগণ।

add-content

আরও খবর

পঠিত