নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ প্রার্থী- আলহাজ্ব আবুল কালাম মুন্সি নারায়ণগঞ্জর শহরে গণসংয়োগ করেন। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) গণসংযোগটি আন্দোলন অফিস সোনালী ভবন-২ এর সামনে থেকে শুরু হয়ে চাষাড়া, খানপুর, কালীবাজার, ১নং রেল গেইট, নিতাইগঞ্জ, ডি.আই.টি হয়ে ২নং গেইট এসে শেষ হয়।
পথসভায় তিনি বলেন, হাতপাখার কর্মীদেরকে থামিয়ে দিতে সরকার দলীয় সন্ত্রাসীরা অপচেষ্টা করে যাচ্ছে। কোন মামলা-হামলা, হুমকি-ধমকি দিয়ে হাতপাখার গণজাগরণকে বাধাগ্রস্ত করা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীরটেক ইউনিয়নের সেক্রেটারি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মফিজুল হক ভাইকে গত ২৫ ডিসেম্বর রাতে অজ্ঞাত ও হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। আমরা মফিজুল হকের নি:শর্ত মুক্তির চাই।
তিনি আরো বলেন, একজন নিরীহ, বৃদ্ধ ও খোদাভীরু লোককে যারা অজ্ঞাত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছেন এবং গ্রেফতার করতে সাহায্য করেছেন তারা জাতির শত্রু, দেশের শত্রু, তারা নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। এদের ব্যাপারে নারায়ণগঞ্জ- ৫ আসনের ভোটারদের সতর্ক থাকতে হবে। এদেরকে প্রতিহত করতে ৩০ ডিসেম্বরের হাতপাখায় ভোট বিপ্লব ঘটাতে হবে।
আমরা জেলা পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মফিজুল হক ভাইয়ের নি:শর্ত মুক্তির দাবী করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিকামী সংগঠন। আন্দোলনের কর্মীরা শান্তিতে বিশ^াস করে। মফিজুল হকের নি:শর্ত মুক্তি না দিলে নারায়ণগঞ্জে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৫ এর আহবায়ক- মুফতি মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক- আলহাজ্ব আব্দুল হাই, দেলোয়ার হোসেন, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি- মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী অর্থ সমন্বয়কারী-আলহাজ্ব আব্দুর রহমান, আইন সমন্বয়কারী- মাওলানা মো. আমীর হোসাইন, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।