শিক্ষা ব্যতীত ভাগ্য পরিবর্তন সম্ভব নয় : আফরোজা খন্দকার লুনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্ল্যাম আনন্দ স্কুলের গলাচিপা ও মাসদাইর দুইটি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস,ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

শিক্ষার্থীদের এই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সহধর্মীনি আফরোজা খন্দকার লুনা এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমান উল্লাহ আমন, শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ, আরবান স্ল্যাম আনন্দ স্কুলের গভনিংবডি সভাপতি সাইফুর রহমান প্রধান ও গলাচিপা আরবান স্ল্যাম আনন্দ স্কুলের গভনিংবডি সভাপতি শওকত খন্দকার প্রমুখ।

প্রতিজন ছাত্র/ছাত্রীকে  ১৮০০ টাকা নগদ শিক্ষা ভাতা ৩০০ জনকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও শীত বস্ত্র সোনালী ব্যাংক কতৃপক্ষের তত্বাবধানে বিতরণ করা হয়।

ভাতা বিতরণ শেষে আফরোজা খন্দকার লুনা উপস্থিত অভিবাবক ও ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন আপনাদের কাউন্সিলর আজ রাজনৈতিক কারনে এখানে উপস্থিত হতে পারেন নাই। আমি আসার সময় তিনি আমাকে ফোনে বলেছেন যে আপনাদের উদ্দেশে কিছু বলতে যেন আপনারা সবাই আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান। শিক্ষা ব্যতীত ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। উনি বিভিন্ন কারনে এলাকার বাইরে অবস্থান করলেও উনার মন প্রাণ আপনাদের মাঝেই আছে। সন্তানদের শিক্ষা ও নাগরিক সেবার জন্য উনি ও উনার পরিবার সার্বক্ষণিক আপনাদের পাশে আছে ও থাকবে। আপনাদের কাউন্সিলরের জন্য দোয়া করবেন।  ইনশাআল্লাহ।

add-content

আরও খবর

পঠিত