নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরামের সংবাদ সম্মেলন শেষে নাগরিক ঐক্যের দুই নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর থানা পুকুরপাড় এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার ও নাগরিক ঐক্যের কেন্দ্রী নেতা ডা. জাহিদুর রহমানকে আটক করা হয়েছিল।
এসএম আকরাম জানান, ভুল বোঝাবুঝির কারণে দুইজনকে অঅট করেছিল সদর থানা পুলিশ। পরে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, দুইজনকে আটক করা হয়েছিল্ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।