নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মনোনীত প্রার্থী এসএম আকরাম বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের থানাপুকুর পাড় এসএম আকরামের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিভিন্ন মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করবেন তিনি।
এ বিষয়ে এসএম আকরাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আমার নেতাকর্মীদের উপর মামলা দেয়া হচ্ছে। যাতে তারা আমার জন্য কাজ করতে না পারে। আর আমার নির্বাচনী প্রচারণা যাতে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় আমি আমার নেতাকর্মীদের উপর হওয়া গায়েবী উদ্দেশ্যমূলক মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি চাই এ বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে।