শহরে সেলিম ওসমানের বিশাল গণমিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চেয়ে বিশাল গণমিছিল করে শহরে নির্বাচনী শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমান। ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের খানপুর এলাকা থেকে উৎসবমুখর পরিবেশে গণমিছিলটি বের হয়। এরপর চাষাড়ার বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট হয়ে পুণরায় চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

এ গণমিছিলে আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, মহিলা পার্টি, ছাত্র সমাজ, সহ মহাজোটের শরিক দলের কয়েক হাজার নেতা-কর্মী ও আজমেরী ওসমানের সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুণরায় সরকার গঠন করতে লাঙ্গল প্রতীকে ভোট দিতে গণমছিল থেকে জনগণকে আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ১১নং ওর্য়াড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, যুবলীগ নেতা এহ্সানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত