থানায় ঢুকে ওসিকে গুলির অভিযোগ, জাপা নেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির নেতা আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানার একজন সহকারি উপ পরিদর্শককে (এএসআই) গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় এই ঘটনা ঘটে। এর আগেও বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে পৃষ্ঠপোষক হিসেবে জয়নালের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাথমিকভাবে নিশ্চিত যে থানার ডিউটি অফিসারকে হত্যা করতেই এ কাজটি করেছেন জয়নাল।

ওসি কামরুল ইসলাম জানান, আল জয়নালের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় চাদাঁবাজি, জমিদখল ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

এদিকে একটি সূত্র জানায়, মূলত বৈধঅস্ত্র জমা নিচ্ছিল সদর থানা পুলিশ। এ কারণেই অস্ত্র নিয়ে থানায় প্রবেশ করেন জয়নাল। তিনি পুলিশকে গুলি করেছেন কি না সঠিক বলা যাচ্ছে না।

add-content

আরও খবর

পঠিত