নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাচঁটি নির্বাচনী আসনে প্রায় ৪০০ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। আর এ দায়ীত্ব পালনের জন্য ইতিমধ্যে পুরো জেলায় ৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার অনুযায়ী রিটার্নিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে দায়ীত্ব পালন করবেন।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলা রিটার্নিং অফিসার রাব্বি মিয়ার সভাপতিত্বে আন্তবাহিনী সমন্বয় সভায় এমন তথ্য তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিব। সভায় স্থলে বিভিন্ন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে সেনা বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আগামী ১ জানুয়ারী পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।