গন্ধ পেলেই থাপ্পা দিবো : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি সেলিম ওসমান এমন কেউ না যে আমাকে একেবারে সংসদ সদস্য হতেই হবে। একটা বিশাল বড় বিপদে পড়ে গেছিলাম। আমার ভাইটা হঠাৎ করে মারা যায়। যার পর থেকে এই এলাকায় একটা ক্রাইসিস দেখা যায়। আমি আশা করি সামনের দিনগুলিতে আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করবো।

রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের আমলাপাড়ার সর্বস্তরের এলাকাবাসীর কর্তৃক আয়োজিত ব্যানারে আমলাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

এসময় একই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামকে ইঙ্গিত করে বলেন, আপনারা জানেন আমার সাথে যিনি নির্বাচন করছেন তিনি এক সময় আওয়ামীলীগের জেলা প্রেসিডেন্ট ছিলেন সেখান থেকে টিকেট নিয়ে নৌকার এমপিও হয়েছিলেন, তারপর তিনি হঠাৎ করেই নৌকাকে ছেড়ে দিলেন। তার নৌকা ডুবে গেলো। ডুবে গেলো এই কারণে যে তাকে নিয়ে জনগণের অসন্তোষ ছিল যে তিনি অনেকটা সময় উত্তরা ক্লাবে জুয়ার টেবিলে থাকতেন। তারপর তিনি একটা আনারস কিনে এসে আমার সাথে উপ নির্বাচন করলেন। এতো বেশি ফরমালিন দিছেন সেটা পঁচে গেছে। এবার গিয়ে এই আওয়ামীলীগের নেতা ডক্টর কামাল হোসেনের লেজ ধরে কোনো রকমে গিয়ে ধানের শীষ নিলেন। এটা কখনও খালেদা জিয়ার ধানের শীষ নয়। এটা চিটা ধান। সে জন্যেই বিএনপির অনেক নেতা আমাকে সাহায্য করেছেন। এরপরও আমি অনেক দিন নির্বাচন করবো বলতে পারিনি। আমি জানি নারায়ণগঞ্জের বিএনপিকে কুরবানী দিতে হয়। এটা আমি বলি নাই। আপনাদের এলাকার কাউন্সিলরের বড় ভাই তৈমূর সাহেবই বলেছেন এই কথা। আর এবার এতদিন যারা বিএনপি করেছেন তাদের দুজনকেই কুরবানী করে আকরামকে ধানের শীষ দেয়া হলো। বেঈমান মানে বেঈমান, বেঈমান চিরকালই বেঈমান। তাই অনুরোধ যাকেই ভোট দেন একটু হিসেব করে দিবেন।

তিনি আরও বলেন, এখনও কিন্তু সিওর না তারা (বিএনপি তথা ঐক্যফ্রন্ট) নির্বাচন করবে। যে কোন সময় পালাতে পারে। পালাতে দিয়েন না। নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে। ভয় পাইয়েন না। আর কী আছে বলেন! থাকেন না শেষ পর্যন্ত। আপনি মান সম্মান অর্জন করতে পেরেছেন নাকি পারেনি একটা পরীক্ষা হোক না? দরকার হলে আমরা দুনিয়ার ভিতরেই পুলসিরাত পার হবো। এতো ভয় কেনো। সেলিম ওসমানের থাপ্পা এতো ভয় লাগে! এটা মুক্তিযোদ্ধার থাপ্পা। যেখানেই গন্ধ পাবো দেশকে অরাজকতার দিকে নেয়া হচ্ছে সেখানেই থাপ্পা দিবো। আপনি আচরন বিধির কথা বলেন! থাপ্পাটা আগে খান। তারপর আচরণ বিধির কথা বলেন।

তিনি বলেন, কালকেও প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন, কেউ বেকার থাকবে না, কেউ গরিব থাকবে না। আমাদের এখন একটাই কাজ। আগামী ৫ বছরের সরকার অবশ্যই শেখ হাসিনার সরকার হতে হবে। শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী বানাতে পারি। তবে আজকে এখানে যা আশার কথা হয়েছে, আপনাদের যা প্রত্যাশা। আল্লাহ চাইলে সবটাই পূরণ হবে। এ সময়টায় শুধু একটা কথাই বলবো, এলাকায় ভোট দিতে গিয়ে যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ যেনো বিশৃঙ্খলার চেষ্টা না করতে পারে।

তিনি আরও বলেন, আপনার ভোট আপনি দেবেন যাকে মনে চায় তাকে দেবেন। তবে আর যাই করেন চিটাওয়ালা ধানের শীষ নিয়ে আসবেন না। আপনারা জানেন তিনি একসময় ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি। এরপর নির্বাচন করেন আনারস মার্কা নিয়ে আর এবার এসেছেন চিটাওয়ালা ধানের শীষ মার্কায় নির্বাচন করতে। এখানে যারা আছেন তারা অন্তত জানেন এই ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ নয়। সেলিম ওসমান এলকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি হারাম না খাই, হারাম না খাওয়াই।

সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্লথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরীন বেগম, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ মহাজোটের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

add-content

আরও খবর

পঠিত