কোদালে ভোট দিন, আধুনিক নারায়ণগঞ্জ উপহার দিব : মাহমুদ হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী কমরেড মাহমুদ হোসেন বলেছেন, আপনারা আমার নির্বাচনী প্রতিক কোদালে ভোট দিন আমি আপনাদের একটি আধুনিক নারায়ণগঞ্জ উপহার দিব। হত্যা খুন গুম এর নারায়ণগঞ্জকে সাধারণ মানুষের বাসযোগ্য একটি আধুনিক নারায়ণগঞ্জ হিসাবে প্রতিষ্ঠা করবো। এখানকার শ্রমিকদের বেতন বোনাস ভাতা চাইতে গিয়ে লাশ হয়ে আর বাড়িতে ফিরতে হবেনা। শ্রমজীবী মেনতী মানুষ তার ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। শনিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপি পাগলা হয়ে দেলপাড়া ও ভূইগর এলাকাতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষে শ্রমিকনেতা শহিদুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভাতে মাহমুদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিএস পর্চায় নামহীনদের বহুবার ভোট দিয়ে দেখেছেন নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে ওদের কোন মাধাব্যাথা নেই। বরং প্রাচ্যের ডান্ড্যি খ্যাত নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের নগরীতে রূপান্তর করেছেন। হত্যা খুন গুম যেন নারায়ণগঞ্জের নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে গোটা নারায়ণগঞ্জ আজ জিম্মি। আমরা এ নারায়ণগঞ্জকে পরিবর্তন করতে চাই।

মাহমুদ হোসেন বলেন, কেবল মার্কা দেখে ভোট দেয়ার প্রচলিত ধারণা পাল্টান, নীতি ও আদর্শের ভিত্তিত্বে সৎ ও আদর্শবান নেতৃত্বকে ভোট দিন, আমরা গোটা নারায়ণগঞ্জকেই পাল্টিয়ে দেব। ভাঙ্গাচোরা রাস্তার শহরকে চলাচলের উপযোগী সড়ক উপহার দিব। শীতলক্ষ্যা আর দুর্গন্ধযুক্ত নোংরা পানির নদী থাকবে না। আপনাদেরকে সঙ্গে নিয়ে হত্যাকারী,  চাঁদাবাজ, সন্ত্রাসীদের নারায়ণগঞ্জ থেকে চীর তরে বিদায় করে দেব।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী রাশিদা বেগম, শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু, রোকসানা আক্তার, হেলীম সরদার, মোহাম্মদ আলী, আল আমীন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত