ভাগ্য পরিবর্তনে আমাদেরকেই এগিয়ে আসতে হবে : কালাম মুন্সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য  প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী  শনিবার (২২ ডিসেম্বর) সকালে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর, চর সৈয়দপুর, বাড়ীরটেক, গোগনগর, গোগচর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় তিনি বলেন, এদেশে সর্বক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য্য থাকা সত্ত্বেও শুধু নেতা ও নীতির ব্যর্থতার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমর্যাদা দিন দিন ক্ষুন্ন হচ্ছে। ভুলনীতি, দুর্নীতিবাজ ও অদক্ষ নেতৃত্বের কারণে আজ আমাদের এই অধ:পতিত অবস্থা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। প্রয়োজন ভালো নেতা ও ভালো নীতির। ভাগ্য পরিবর্তনে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। নিম গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, তেমনই খারাপ লোককে নির্বাচিত করে দেশ ও জাতির কোনো কল্যাণের আশাও করা যায় না।

তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন, হাতপাখা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস, মাদকমুক্ত উন্নত ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলে মানবতার সার্বিক মুক্তির পথ প্রশস্ত করুন।

এ সময় নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি, আলহাজ্ব আনোয়ার হোসেন জিহাদী, জেলা সেক্রেটারী মাও. শাহ আলম কাচপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৫ এর সমন্বয়কারী- হাফেজ আমিন উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী- দেলোয়ার হোসের, সহকারী অর্থ সমন্বয়কারী-আলহাজ্ব আব্দুর রহমান, আব্দুস সোবহান,  প্রচার সমন্বয়কারী- মাওলানা শামছুল আলম, অনলাইন সমস্বয়কারী- তাজউদ্দীন আহমাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত