নিরপেক্ষ শান্তিপূর্ন অবাদ সুষ্ঠু নির্বাচন করতে চাই : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর থানাধীন ১নং রেলগেইট কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় ১নং রেলগেইট বাস টার্মিনালে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের মহাজোট প্রর্থী একেএম সেলিম ওসমান।

সভায় সেলিম ওসমান বাস মালিকদের বলেন, নিয়মনীতি সুষ্ঠভাবে পরিচালনা করা হলে বাস টার্মিনাল এখান থেকে সরবে না। জনগনের সার্থে নারায়ণগঞ্জ ক্লাবে মিটিং করে বাসের ভাড়া কমিয়ে দিয়েছি। আপনারা আমাকে ভোট দিয়েন না। আমাদের পক্ষে সহযোগীতা করবেন। আমাকে ১৯৯৬ সালে শেখ হাসিনা বলেছিলেন নারায়ণগঞ্জে পাট নাই, হোসেয়ারী নাই সেলিম তুমি এগিয়ে নিয়ে যাও। ড্রাইভার পেশাকে উন্নত করার জন ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে, ২০১৯ সালেই এর কার্যক্রম শুরু করবেন আপনারা। আওয়ামীলীগের প্রাক্তন প্রেসিডেন্ট নৌকা নিয়ে ডুবিয়ে দিয়েছেন। এরপর শেখ হাসিনা তাকে আর নৌকা দেন নাই, তখন তিনি আনারস নিয়েছিলেন, তাতে ফরমালিন ঢুকে যাওয়ায় তিনি এবার ধান নিলেন।

আমার বাবা ও তার বাবা নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিল। কিন্তু আমলাদের পরিবারের সাথে রাজনীতি করতেন না। যদি আমরা বুঝতাম রাজনৈতিক পরিবার কি তাহলে এদের পিছনে ছুটতাম না। আমার প্রতি সবাই আত্মবিশ্বাস রেখেছিলো তাই আমার নমিনেশনের পর কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়নি। কারো সহযোগীতা ছাড়া ৭টি স্কুল বানিয়েছি, মন্ত্রনালয়ে দৈৗড়া দৌড়ি করে ফেরি চালু করেছি। সুতরাং সাবধান থাকবেন বিএনপি জামাত ধানের শীষ, ড. কামালের চিটা শীষ, ওরা বিএনপি তারেকের রাজনীতি করেনা। আমরা নিরপেক্ষ শান্তিপূর্ন অবাদ সুষ্ঠু নির্বাচন করতে চাই। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি পরিচিত করিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে পূণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। আপনারা যার যার এলাকায় নির্বাচনী প্রচারনা শান্তিপূর্ণভাবে পরিচালনা করুন এবং সরকারের উন্নয়ণমূলক কর্মকান্ডগুলো জনসম্মুখে তুলে ধরুন। ঘরে ঘরে যেয়ে লাঙ্গল প্রতীকে ভোট চাইতে হবে। যেখানে নৌকা নেই সেখানে লাঙ্গল আছে।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবীর, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদেম সানাউল্লাহ, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য চন্দন শীল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গীস, মাসুদুর রহমান খশরু, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সোলেমান কবির, বন্ধন বাসের চেয়ারম্যান আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সঞ্চয় রহমান প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত