শুক্রবার না.গঞ্জে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী এস এম আকরামের পক্ষে প্রচারনা চালাতে আগামীকাল শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দরের নবাব সিরাজউদ্দৌলা ক্লাবের সামনের মাঠে ঐক্যফ্রন্টের প্রার্থীর আয়োজিত জনসভায় আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সভায় ফখরুলের সাথে দেখা যেতে পারে ঐক্যফ্রন্টের আরো কয়েক শীর্ষ নেতাকে।

এরআগে রোববার (১৬ ডিসেম্বর) আলীরটেক ইউনিয়নে দুপুরে এসএম আকরামের উঠান বৈঠকের অনুষ্ঠান পন্ড করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। সেদিন তিনি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আসার ব্যাপারে আভাস দিয়েছিলেন। পরে আবার সেটিকে নিয়ে ভিন্ন বক্তব্য গণমাধ্যমে আসে।

জনসভার অতিথি নিয়ে লুকোচুরির বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে আকরামের একাধিক ঘনিষ্ঠজন জানান, মূলত বিএনপি নেতাকর্মীদের এস এম আকরামের সমর্থনে মাঠে নামানোর জন্যই আনা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এতেই বিএনপি নেতাকর্মীদের মনের জমানো বরফ গলানোর প্রচেষ্টা বলা যেতে পারে।

আকরামের বিশ্বস্ত আরেক কর্মী জানান, এখন যেহুতু সকল প্রার্থীরাই চায় তাদের আসনে কেন্দ্রীয় নেতারা যাবেন  সেব্যাপারে তারা অনেক প্রেসারে থাকেন। তারাও নিজেদের কয়েকটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরউপর পুরো দেশের দায়িত্ব। কঠিন ব্যস্ততম সময় পার করছেন তারা। নারায়ণগঞ্জের সমস্যা সমাধানের জন্যই মূলত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের নিয়ে আসা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত