নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির মিয়ার তিনতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্ণ (৩৫), তার স্ত্রী মতি অর্না (৩২) তাদের মেয়ে অনামিকা, ছেলে অপ্রীত। দগ্ধ শ্রীনাথ চন্দ্র বর্ণের মা ছায়া রানী (৬০) বোন সুমিত্রা, বোন জামাই নারায়ণ চন্দ্র, তাদের ছেঠলে প্রমীত(১৪), শাওন (১০)।
আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে পোশাক তৈরির দোকানের মালিক শ্রীনগর চন্দ্র বর্মণ জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইলের রিংটোনের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন রুমের মধ্যে আগুন। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালিতে আগুন ঢোকে। এতে শ্বাসনালি পুড়ে যায়। দগ্ধ অবস্থায় আজ সকালে নয়জনকে হাসপাতালে আনা হয়।