নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে ফতুল্লা প্রেস ক্লাব। রোববার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লা প্রেস ক্লাব থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিন শেষে ক্লাবের সামনে এসে বিজয় সমাবেশ ও আলোচনা সভার মধ্যদিয়ে বিজয় দিবস পালন করেন।
বিজয় র্যালীতে অংশ নেয় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সহ-সভাপতি এড.মশিউর রহমান শাহিন, সাধারন সম্পাদক আবদুর রহিম, প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন, দপ্তর সম্পাদক রফিক হাসান,প্রচার সম্পাদক জি, এ রাজু, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, আবুল কালাম আজাজ, আমিনুল ইসলাম মিশু, মাসুদ আলী, শেখ মোঃ সেলিম, সাংবাদিক সাহাব উদ্দিন সাহাব, মোঃ রাসেল,কবি জাহাঙ্গীর ডালিম, কবি হারুন অর রশিদ সাগর, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন প্রমুখ। র্যালীটি প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বিজয় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।