আগামীকাল না.গঞ্জে আসছেন মির্জা ফখরুল ও মান্না

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী এস এম আকরামের পক্ষে প্রচারনা চালাতে আগামীকাল (১৮ ডিসেম্বর) বন্দর উপজেলায় আসছেন বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

রবিবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় এক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য নিশ্চিত করেন।

এস এম আকরাম বলেন, ১৮ তারিখে নারায়ণগঞ্জে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্নাও আসবেন। আমার ইচ্ছে বন্দর সিরাজদৌলা মাঠে সমাবেশটি করার।  এখন অনুমোতি পাবো কি পাবো না তা জানি না।  আমি অনুমোতি চাইবো নিয়ম মোতাবেক।  তবে, মহাসচিব কখন আসবেন সেই সময়টা এখনও নির্ধারিত করতে পারিনি।  কারণ, তিনি এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশে করছেন।  এ কারণে সময়টা নির্ধারণ করা যায়নি।  তবে ১৮ তারিখে তিনি আসবেন।

এদিকে ( ১৬ই ডিসেম্বর) রবিবার দুপুরে নির্বাচনী এলাকার আলীরটেকে তাঁর উঠান বৈঠকে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরতে তিনি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এদিন বিকালে তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় যান।  সেখানে নির্বাচনী গনসংযোগের সময় স্থানীয় চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুইদিক থেকে মিছিল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।  এ সময় সরকার দলীয় নেতাকর্মীরা তার লোকদের মারধর ও বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে।  পরে আমাকেসহ আমার লোকদের সরিয়ে দিয়ে সে স্থান দখল করে নেয় মিছিলকারীরা।  এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের অভিযোগ করবেন বলেও জানান।

add-content

আরও খবর

পঠিত