স্বাধীনতার চেতনাকে নিয়ে বানিজ্য জনগণ রুখে দিবে : কালাম মুন্সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী  রবিবার (১৬ ডিসেম্বর) সকালে বন্দর থানাধীন মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নারায়ণগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের মাগফেরাত কামনা করেন। দলীয় নেতাকর্মী ও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্থরের জনগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ দেখে কালাম মুন্সি বলেন, কায়েমী স্বার্থবাদীদের এবার জনগণ ভোটের মাধ্যমে- স্বাধীনতার চেতনাকে নিয়ে বানিজ্য রুখে দিবে। যেভাবে ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে হানাদার বাহিনীকে রুখে দিয়েছে।

তিনি হাতপাখায় ভোট চেয়ে বলেন, এদেশের শাসকগোষ্ঠী ক্ষমতায় গিয়ে কায়েমী স্বার্থবাদী মহল ও সাম্রাজ্যবাদী চক্রের এজেন্টে পরিণত হয়। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করে ব্যক্তি ও দলীয় স্বার্থ সংরক্ষণে। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে যারাই বারবার ক্ষমতায় এসেছে, তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে স্লোগান দিয়ে এ দেশের মানুষকে ধোঁকা দিয়েছে।

স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা। কিন্তু স্বাধীনতার দীর্ঘ পথ অতিক্রম করেও আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারি নাই। আজো কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। বেকার যুবকরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়নি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আজো মানুষ তার জান, মাল, ইজ্জত, আবরুসহ জীবনের নিরাপত্তা নিয়ে চলতে পারেনা।

দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি ও অগ্রগতির একমাত্র গ্যারান্টি হচ্ছে সর্বস্তরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং তার যথাযথ বাস্তবায়ন। জবাবদিহিতামূলক সরকার গঠনে ভোটারদেরকে তিনি আগামী ৩০ ডিসেম্বর হাতপাখায় ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৫ আসনের আহবায়ক, মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের সভাপতি মোঃ নূর হোসেন, বন্দর থানা পূর্বের সভাপতি মাও: জহিরুল ইসলাম, থানা দায়িত্বশীল মোঃ আলী আক্কাছ, মোঃ আলী হেসেন, মোহাম্মদ আলী হোসেন, মদনপুর ইউনিয়নের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন এর দায়ীত্বশীল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত