নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে চাষাড়া বিজয় স্তম্ভে শুরু হয় শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পন। এসময় সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পনের পর পরই সর্বস্তরের মানুষের ঢল পড়ে। সকলেই চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।
এসময় শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন এহসানুল হক, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গণপূর্ত বিভাগ, জেলা মহিলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রাসাদ নির্মাণ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখা, মহীলা সংস্থা, মহীলা পরিষদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট, নারায়ণগঞ্জ শাখা, অন্যান্য সামাজিক সংগঠন।