বন্দরে জামায়াতের ২২ অনুুসারী বিস্ফোরক মামলায় গ্রেফতার

নারায়ণগহঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরে জামায়াতে ইসলামীর ২২ সন্দেহভাজন অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বন্দর গার্লস স্কুলের ভিতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে বন্দর থানাধীন তিনগাঁও এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে কায়সার হোসেন(২৮), আবদুুর রহমানের ছেলে আল হেলাল(২২), মুসাপুর ইউনিয়নের কুলচরিত্র গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত(২৪), মিনার বাড়ী গ্রামের আতাউল্লাহ মিয়ার ছেলে আরিফ হোসেন(২৯), দক্ষিণ কলাবাগ এলাকার মজিবুর রহমানের ছেলে পারভেজ(২৩), আবদুল কাইয়ূম মিয়ার ছেলে হুমায়ূন কবির হিমেল(৩৭), সিরাজুল ্ইসলামের ছেলে আল আমিন(২৭), মোক্তার হোসেনের ছেলে কায়সার আহমেদ মুন্œা(৩০), দক্ষিণ কলাবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন(২০) ১নং ঢাকেশ^রী এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে আলীনূর(৩৩), ঘারমোড়া এলাকার জিয়াউল হকের ছেলে মাহান্নাত হাসান(১৯), মুকফুলদী এলাকার আবদুল বাতেন মিয়ার ছেলে মো. শাহ আলম(৩০), সুদূর চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন জহিরাবাগের বর্তমানে বন্দর খান বাড়ি এলাকার ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল(২৭), পটুয়াখালি জেলার দাদমিনার থানাধীন বহরমপুর গ্রামের(বন্দর ছনপাড়া গ্রামের) মৃত মোতালেব হাওলাদারের ছেলে মশিউর রহমান(২৩), বরগুনাা জেলার হোসনেবাদ গ্রামের (বর্তমানে নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার লতিফ সরদারের ছেলে আল আমিন(২৫), ধামগড় ইউনিয়নের মালামত গ্রামের ইব্রাুহিম মিয়ার ছেেেল নবী হোসেন(৪০),কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী গ্রামের আবদুল আউয়াল মিয়ার ছেলে আমিনুর ইসলাম(৩৬),বাড়ৈখালি গ্রামের আমিনউদ্দিনের ছেলে সুমন রানা(২৫), ১/২৭ আমিন আবাসিক এলাকার শাহিন তালুকদারের ছেলে সিয়াম তালুকদার,এনায়েতনগর নয়াপাড়াা মাদ্রাসা এলাকার মৃত চান মিয়া প্রধাণের ছেলে ইসমঈল হোসেন(২৩), বিবিজোড়া গ্রামের মোসলেহউদ্দিনের ছেলে রহমান ওরফে রমজান(৩২), বন্দরের বুরুন্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে শরীফুল ইসলাম(২০)।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ  আজহারুল ইসলাম  জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান জামায়াতে ইসলামীর অনুসারীরা জিনিয়াস বৃত্তি পরীক্ষার নাম করে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভিতরে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছেন। ওই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২২জনকে আটক করা হয়। এ  সময় তাদের কাছ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক হানিফ মাহমুদ বাদী হয়ে বন্দর থানায় বিশেষ ক্ষমতা বিস্ফোরক আইনের ধারায় একটি মামলা রুজু করেছেন। যার নং  ৩৬(১২)১৮ইং।

ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত