ফতুল্লায় ৫ নারীসহ জামায়াতের ১০৩ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ৫ নারীসহ জামাত শিবিরের ১০৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ককটেল ও হিাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, শুক্রবার বিভিন্ন এলাকায় তারা নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে পাগলা ও মাসদাইর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়েত এর ১০৩জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫জন নারী রয়েছে।

এ অভিযানের বিষয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান ওসি।

add-content

আরও খবর

পঠিত