নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সালমা ওসমান লিপি বলেছেন, স্বাধীনতার প্রতীক এই নৌকা মার্কা। আমাদের বঙ্গবন্ধু ও তারঁ কন্যা শেখ হাসিনার প্রতীক এই নৌকা মার্কা। যিনি প্রধানমন্ত্রী হয়ে এখন আপনাদের হাতধরে নিয়ে যাচ্ছে বিশ্বের উন্নয়নের দ্বার প্রান্তে । এখনো উন্নয়ন হচ্ছে। যারা উনার বিরুদ্ধে দাড়ান এবং স্বাধীনতা বিরোধী কথা বলেন তাদের স্বার্থ একটাই। তারা ক্ষমতায় যাবে এ ছাড়া তাদের আর কোন স্বার্থ নাই। এর আগেও তারা সরকার গঠন করেছিল শুধু একটু তুলনা করবেন। ঐ সরকার কি করেছে, এই সরকার কি করছে। বাস তা হলেই হবে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় সিদ্ধিরগড়ঞ্জ ৮নং ওয়ার্ড হাজীগঞ্জ এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ ও অংঙ্গসংগঠনের আয়োজনে ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. কাজী সাইদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিছির আলী। এরআগে সালমা ওসমান লিপিকে দলের ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয় ফতুল্লা ইউনিয়ন ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওহেদুর রহমান, আলীহোসেন ও রোমেল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ.কে.এম শামীম ওসমানের পক্ষে ভোট চেয়ে সালমা ওসমান লিপি বলেন, যদি আপনি মনে করেন আপনার এলাকার উন্নয়ন হয়েছে। শামীম ওসমান আপনাদেও উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। তার একটু হলেও সুযোগ সুবিধা আপনি ভোগ করেছেন, তা হলে আমি আবার বললাম মার্কা কোন ব্যাপার নয়। মার্কা হাতে নিয়ে যিনি দাড়িয়েছেন তিনিই ব্যাপার। তিনি কাজ করেছেন কিনা? বার বার অপপ্রচার মিথ্যাচারের পথকে দুহাতে ঠেলে দিয়ে তিনি সামনে এগিয়ে গেছেন। যা আপনাদের সাহযোগীতা আর আপনাদের দোয়ায়। তাই আপনাদের কাছে বলছি দেশের উন্নয়নে আপনারা পাশে থাকুন।
এরপর কল্যানি আদর্শ গ্রামের পথ সভায় জমি সর্ম্পকে তিনি বলেন এ জায়গাটি স্থায়ী বন্দবস্ত করার জন্য যা কিছু প্রয়োজন আমি ব্যবস্থা নেব। এ ছাড়াও মৃত ব্যাক্তিদের গোসল করানোর জন্য ঘড় নির্মানের দ্বায়ীত্ব মো. কাজী সাইদকে দিলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শমশের আলী হোসেন, খন্দকার কামরুল ইসলাম, কচি মিয়া, রানা, সৈয়দ মিস্টার, আরমান, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর সরদার, কাজী সাগর, নয়ন, সোহেল, ডালিম, জাবেদ, রফিক, পাপ্পু, রানা, নুরা, জুয়েল, লিটন এলাকার অনেক আওয়ামী লীগ নেতা, কর্মী ও ভোটারগন।