কল্যানি আদর্শ গ্রামে নৌকা প্রতিকে ভোট চাইলেন সালমা ওসমান লিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার থানার  পাঠান টুলি এলাকায় কল্যানি আদর্শ গ্রামে  শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে উঠান বৈঠক করলেন তার স্ত্রী সালমা ওসমান লিপি । বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে ৫টায় ৩ নং ওয়ার্ড যুবলীগের  সাধারন সম্পাদক মো. কাজী সাইদ এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা ওসমান লিপি ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান এলাকা বাসীকে।তিনি আরো বলেন বিগত দিনে সাংসদ থাকা কালিন এ এলাকায় ব্যপক উন্নয়ন করেছেন আপনাদের ভোটে পূনরায় নিবার্চিত হলে অসমাপÍ কাজ গুলো সমপূর্ন করবেন। কল্যানি আদর্শ গ্রামের জমি সর্ম্পকে বলেন, এ জায়গাটি স্থায়ী বন্দবস্ত করার জন্য যা কিছু প্রয়োজন আমি ব্যবস্থা নেব এ ছারাও মৃত ব্যাক্তিদের গোসল করানোর ঘড় নির্মানের দ্বায়ীত্ব  মো. কাজী সাইদ দিলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অহিদুর রহমান , মো. জাহাঙ্গীর সরদার, মো. সৈয়দ মিষ্টার , মো. আলী হোসেন, কাজী সাগর, সানজীদ , রুবেল,রানা, মাসুদ, পাপ্পু, প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত