নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : ৯ ডিসেম্বর ২০১৮ রোববার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার পিতা, বৃটিশ শাসন আমলে বৃহত্তর ধামগড় ইউপির দীর্ঘদিনের চেয়ারম্যান, তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তী পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর বড় সাহেববাড়ী জামে মসজিদ সহ অসংখ্য সামাজিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান ভূঁইয়া (এ. আর. ভূঁইয়া) এর ৫৪তম মৃত্যুবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে বলে জানা গেছে।
দিনের কর্মসূচির মধ্য থেকে সকাল ১১টায় মরহুমের প্রতিষ্ঠিত মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে তার কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া, মদনপুর বড় সাহেববাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বাদ যোহর দোয়া এবং একই সময়ে বন্দর উপজেলাধীন মদনপুরে আরজু হাউসে এক মহতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, আরজু ভূঁইয়ার অনুগামী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এবং স্থানীয় অসংখ্য এলাকাবাসী উপস্থিত থাকার কথা রয়েছে। এ. আর. ভূঁইয়া’র এক ছেলে আব্দুস সাত্তার ভূঁইয়া ১৯৭০ সালে এমপি নির্বাচিত হন, তার অপর এক ছেলে নাজিম উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন মদনপুর ইউপি’র চেয়ারম্যান ছিলেন।
তার ছোট ছেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া জানান, আমার পিতার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্য থেকে আমাদের বাসভবন আরজু হাউসে বাদ যোহর দোয়া মাহফিল রয়েছে। উক্ত দোয়া মাহফিলে আত্মীয় স্বজন সহ সকলকে উপস্থিত থেকে তার জন্য দোয়া কামনা করার অনুরোধ জানাচ্ছি।