নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী ও অত্র আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার। রোববার (২রা ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৫টি আসনের ৬১জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
আব্দুল্লাহ আল কায়সারের ১২ লক্ষ ৩১ হাজার টাকার আয়কর রিটার্ন বকেয়া সংক্রান্ত জটিলতা থাকায় সাময়িক সময়ের জন্য তার মনোনয়ন পত্রের বৈধতা আটকে যায়। তার আইনজীবী আয়কর রিটার্ন সংক্রান্ত বকেয়া নিস্পত্তির কাগজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট ভুলক্রমে জমা না দেয়ায় এ জটিলতার সৃষ্টি হয়। সামান্য কিছু সময় পরে আব্দুল্লাহ আল কায়সারের আইনজীবী বকেয়া নিস্পত্তির কাগজপত্রাদি জেলা রিটার্নিং অফিসারের নিকট জমা দেন। উক্ত কাগজপত্রাদি যাচাই-বাছাই করে রোববার বিকাল ৫টায় তার মনোনয়পত্রের বৈধতা দেন রিটার্নিং কর্মকর্তা।
এদিন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সহ-সভাপতি মতিউর রহমান ও আরমান আহম্মেদ মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা জুয়েল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।