নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, এই বাংলার জমিন থেকে সাদপন্থীদেরকে অবাঞ্ছিত ঘোষনা করতে হবে। আমরা আলেম ওলেমা ও তাবলীগের সাথী ভাইদের জান মালের নিরাপত্তা চাই আমরা। শনিবার অত্যান্ত ন্যাক্কার জনকভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। সাদপন্থীদের হুশিয়ারী করে স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যদি হুংকার দেই তাহলে পার পাবে না তোমরা।
এছাড়াও তিনি আগামী সোমবার সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করার কর্মসূচীর কথা জানান এরআগে শনিবার রাজধানী ঢাকার টঙ্গীর এজতেমার ময়দানে ৫ দিনের জোর হওয়ার কথা ছিলো। যেখানে মাওলানা জুবায়ের পন্থী লোকজনেরা মাওলানা সাদ পন্থীদের প্রতিহত করতে আগে থেকে অবস্থান নিয়েছিল। একপর্যায়ে অতর্কিতভাবে হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে অসংখ্য লোক আহত হয়।
রবিবার (২ডিসেম্বর) শহরের ডিআইটির রেলওয়ে জামে মসজিদ এর সামনে বাদ জোহর অনুষ্ঠিত হেফাজতে ইসলাম পন্থী ও তাবলীগ জামায়াত পন্থী বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সাদপন্থীরা আমাদের শত শত লোকের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে তাই সাদপন্থী ওয়াসিফ ও নাসিম গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, সাদপন্থীদের জোর শেষে আগামী৭-১১ ডিসেম্বর রাজধানী ঢাকার টঙ্গী ময়দানে জুবায়ের পন্থীদের পাঁচ দিনের জোর হওয়ার সিদ্ধান্ত হয়েছিল।