নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সদর থানাধীন গোগনগর এলাকার নতুন ৯নং গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে নির্মিত ভবন উচ্ছেদকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। পহেলা ডিসেম্বর শনিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে স্কুল কমিটি ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম হোসেন তার বক্তৃতায় বলেন, আমার পিতা আব্দুর রহমান (প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান) স্কুলের জন্য ২৭ শতাংশ জমি লিখিত ভাবে দান করেন। সেই স্কুলে বর্তমানে ১ হাজারেরও বেশী শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। সেই শিক্ষার্থীদের স্কুলের খেলার মাঠে ১২ শতাংশ জমি জবর দখল করে গোগনগর সমাজ উন্নয়ন নামে একটি ক্লাব গঠন করা হয় এবং আরো ৪ শতাংশ জমি দখলে নিয়ে একটি কিন্ডার কেয়ার স্কুল এর জন্য ভবন তৈরি করে বানিজ্যিক পরিচালনা করছে। এ ব্যাপারে আমরা শিক্ষা কর্মকর্তার কাছে জানালে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি।
তিনি আরো বলেন, ভূমিদস্যু আব্দুল কুদ্দুস প্রধান, নুরুল ইসলাম ইবনে পূব্বা সহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি থানায় আমাদের বিরুদ্ধে মামলা করলে নারায়ণগঞ্জ জজ কোর্ট মামলার আমাদের পক্ষে দেন। এরপর তারা মামলাটি হাইকোর্টে স্থানান্তর করলে হাইকোর্ট কিন্ডার কেয়ার স্কুলটি সরিয়ে নেওয়ার আদেশ দেন। কিন্তু তারা কোর্টের আদেশ অমান্য করে এখনো জমিটি জোরপূর্বক দখল করে রেখেছে। এ ব্যাপারে আমরা ন্যায় বিচার দাবী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাতে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ের খেলার মাঠটি তারা ফিরে পায়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পিটিএ সভাপতি আহমেদুল হক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, আতাউর রহমান, কাদীর প্রধান।