নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সাইফুল্লাহ্ মাহমুদ টিটু ) : নির্বাচনে জয় পরাজয় আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছুর মালিক সর্বশক্তিমান আল্লাহ্। যখন জানলাম আমি যেন আবারও সোনারগাঁয়ের এমপি মনোনয়ন পাই সে জন্য আমার মা-বোনেরা ঘরে ঘরে রোজা রেখেছেন, নামাজ পড়ে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন, তখন আমার জীবনের সব স্বাধ পূরণ হয়ে গেছে। এখন নির্বাচনে কি হবে না হবে তা আমি পরম করুণাময় দাতা দয়ালু ঐ মহাজনের হাতে ছেড়ে দিয়েছি। উনি আমার বরাতে যা রেখেছেন আমি তাই ভাগ্য হিসেবে মেনে নেব। তবে আল্লাহ্পাক আমাকে দিয়ে যে উন্নয়ন সোনারগাঁবাসীর জন্য করিয়েছেন তাতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৮০ ভাগ ভোট আমি পাব ইনশাল্লাহ।
নিজ দল ও মহাজোটের পুণ:মনোনয়ন লাভের পর অনভূতি প্রকাশ করতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে উল্লেখিত কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁবাসীর উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, উন্নয়নের আসলে শুরু আছে শেষ নেই। সোনারগাঁ আমার জন্মভূমি আমার পরিবার। আমার এ পরিবারের আমি যত করবো তত শেষ হবেনা। তবুও বলি মোঘল বাংলার এক সময়ের রাজধানী এবং বর্তমান রাজধানীর অতি সন্নিকটে এই গরুত্বপূর্ণ জনপদটি বহু আগেই একটি বাংলাদেশের সর্বসেরা পর্যটন হিসেবে গড়ে তোলা উচিৎ ছিল। অতএব আমার সোনারগাঁবাসী যদি আমাকে আবারও এ অঞ্চলের উন্নয়নের দায়িত্ব অর্পন করেন তবে যেমন প্রতিটি ব্রীজের নির্মান কাজের অনুমোদন এবং টেন্ডারসহ যাবতীয় ব্যবস্থা গস্খহণ করেছি, শিক্ষা প্রতিষ্টানের অসংখ্য নতুন ভবন নির্মাণ করেছি, গস্খামীণ অবকাঠামোর উন্নয়ন করেছি তেমনি আমার অসমাপ্ত উন্নয়ন সম্পন্ন করাসহ আমার স্বপ্ন আছে সোনারবাসীর গ্যাস, বিদ্যুত, পানি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সহজ যোগাযোগসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে এ গ্রামাঞ্চলকে একটি পূর্ণাঙ্গ শহরে রূপান্তরিত করবো। আর এমনভাবে ঢেলে সাজাতে চাই যেন আমার এ জন্মভুমি সোনারগাঁ হয় বাংলাদেশের ১ নাম্বার পর্যটন কেন্দ্র।
এত উন্নয়ন এত আবেদনের পরেও যদি আপনি নির্বাচিত না হন সেক্ষেত্রে আপনি বিষয়টি কি ভাবে দেখবেন? নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের এমন প্রশ্নের জবাবে লিয়াকত হোসেন খোকা বলেন, মহান রাব্বুল আলামিন সহায় থাকলে সরকারি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার পাশাপশি আমি ব্যক্তিগত উদ্যোগে সোনারগাঁয়ে সাধ্যমত সকল চিকিৎসা সম্পন্ন হয় এমন একটি বে-সরকারি হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে আমি আমার সোনারগাঁবাসীর সেবা করে যাব। মোদ্দা কথা হল জয়-পরাজয় যাই হোক আমি সোনারবাসীর সাথে আছি এবং তাদের পাশে সর্বদা একজন সেবক হিসেবই থাকবো।