অসুস্থ্য বি‌শিষ্ট ব্যবসায়ী হা‌জি আলাউ‌দ্দি‌নের খোঁজ খবর নিলেন এম‌পি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসুস্থ্য বি‌শিষ্ট ব্যবসায়ী হা‌জি আলাউ‌দ্দিনকে দেখ‌তে গে‌লেন নারায়ণগঞ্জ-৪ আস‌নের এম‌পি শামীম ওসমান। মঙ্গলবার (২৭ ন‌ভেম্বর) রা‌তে ফতুল্লায় সাংসদ বি‌ভিন্ন এলাকায় পথসভা শে‌ষে হা‌জি আলাউ‌দ্দি‌নের কুতুবআইল বাসভব‌নে গি‌য়ে তার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা ক‌রেছেন। এসময় উপ‌স্থিত‌ ছিলেন, হাজি আলাউ‌দ্দি‌নের দুই পুত্র কর্ণফু‌লি এন্ড হোসাইন টেক্সটাইল এর প‌রিচালক মো. আক্তার হোসাইন ও বিশ্বাস গ্রু‌পের চেয়ারম্যান মো. সুমন হোসাইন।

জানা গে‌ছে, দীর্ঘ‌দিন যাবত শা‌রি‌রিক অসুস্থতায় ভুগ‌ছেন তি‌নি। এর আ‌গে এলাকার বি‌ভিন্ন সামা‌জিক কর্মকা‌ন্ডে তি‌নি লিপ্ত ছিলেন। এছাড়াও ‌বি‌শিষ্ট ব্যবসায়ী এবং সমাজ‌সেবক হি‌সে‌বে এলাকায় ব্যপক সুনাম র‌য়ে‌ছে।

add-content

আরও খবর

পঠিত