নির্বাচন কমিশনারের রুদ্ধদ্ধার বৈঠকে না.গঞ্জে দায়িত্বপ্রাপ্ত ১৩ ম্যাজিষ্ট্রেট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ে রুদ্ধদ্ধার বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশন (ইসি)। ২৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে দায়িত্ব প্রাপ্ত ১৩ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটও সে বৈঠকে অংশ গ্রহণ করেছিলেন।

বৈঠকে নারায়ণগঞ্জ জেলা থেকে অংশ নেয়া ম্যাজিষ্ট্রেটরা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়া মো.আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) শেখ জাহিদ হাসান প্রিন্স, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএম রুহুল আমিন রিমন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে (সিটি করপোরেশন এলাকা ব্যতিত) তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে রুমানা আক্তার অংশগ্রহণ করেন।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) অধিভুক্ত এলাকায় দায়িত্ব পাওয়া ৮ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়া নাসিকের (১-৩ নং ওয়ার্ডে) মো.আনিসুর ইসলাম, (৪-৬ নং ওয়ার্ডে) এম ডি শামসুল আরেফীন, (৭-১০ নং ওয়ার্ডে) ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, (১১-১৪ নং ওয়ার্ডে) শারমিন আরা, (১৫-১৮ নং ওয়ার্ডে) তাসলিমুন নেছা, (১৯-২১ নং ওয়ার্ডে) মো.কামরুল হাসান মারুফ, (২২-২৪ নং ওয়ার্ডে) মৌসুমী মান্নান এবং(২৫-২৭ নং ওয়ার্ডে) মো.জাহাঙ্গীর আলম অংশ গ্রহণ করেন।

এদিন নারায়ণগঞ্জ ছাড়াও বৈঠকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা যোগ দিয়েছেন। এ ছাড়া ২৫ নভেম্বর রবিবার ও সোমবারও এ সংক্রান্ত বৈঠক করবেন ইসি।

সাধারণত এসব বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার স্বাগত বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীরা সভাকক্ষের ভেতরেই থাকেন। আজও এ দাবি জানানো হলে তাতে সায় দেয়নি ইসি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।

অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন। এর পরই গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত  হোসেন চৌধুরী।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত