মুসলিম খান ছিলেন মানুষের সেবক : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, মানুষকে সেবা করলে মহান রাব্বুল আল আমিনও খুশি হন। মুসলিম খান ছিলেন মানুষের সেবক। রাজনৈতিক সহকর্মী হিসেবে তিনি আমার খুবই প্রিয় ভাজন ছিলেন। সদা হাসি খুশি এই মানুষটির অকাল প্রয়াণে আমি ব্যথিত। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণের প্রিয় মুখ ছিলেন মুসলিম খান। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

গত ২৩ নভেম্বর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে -আমরা জোট- আয়োজিত সদ্য প্রয়াত ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মুসলিম খান দুলারা এর স্মরণ সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছড়াকার ও সাংবাদিক ইউসুফ আলী এটমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন বিশিষ্ট শ্রমিক নেতা এড. মন্টু ঘোষ, কবি ও সাংবাদিক বজলুর রায়হান বাবলু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, আওয়ামী লীগ নেতা মনির হোসেন এবং মলয় দাশ চন্দন।

স্বরচিত কবিতা পাঠ করেন, কবি করীম রেজা, নাসিম আফজাল, মুহম্মদ সেলিম ও রাজল²ী। সংগীত পরিবেশন করেন কিশোর মল্লিক ও সামরিনা রব সমাপ্তি। তবল সংগত করেন তিলক রায়।

আনোয়ার হোসেন বলেন, যিনি মানুষকে ভালোবাসতে পারেন তিনিই প্রকৃত মানুষ। সুতরাং মানুষকে ভালোবাসার গুণ অর্জন করতে হবে। সবার উপরে মানুষ সত্য/তাহার উপরে নাই, এই অমোঘ সত্যকে জীবনে ধারণ করতে হবে।

তিনি বলেন, আমরা জোটের মতো আমিও মুসলিম খানের পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা রাখি। তার পরিবারকে যে কোন ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, মুসলিম খানের পরিবারের জন্য আমার দরজা সর্বদা খোলা থাকবে।

উপস্থাপনার ফাঁকে ফাঁকে মলয় দাশ চন্দন -আমরা জোট- গঠনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সংগঠনের আদর্শকে যারা গলা টিপে হত্যা করতে চেয়েছিলো তাদেরকে বর্জন করার চ্যালেঞ্জ নিয়েই সমন্বিত সমাজের নতুন পরীক্ষার পক্ষে নবনির্মাণে ব্রতী হয়েছি। স্মরণ সভা উপলক্ষে মুসলিম খান দুলারা নামে দৃষ্টি নন্দন ও মূল্যবান লেখা সমৃদ্ধ একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। স্মরণ সভায় প্রয়াত মুসলিম খানের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং আমরা জোটের সারথীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত