পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৪-২৯শে নভেম্বর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে পালিত হবে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ।

এ উপলক্ষে ২২ নভেম্বর বৃহস্পতিবার  সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. বসিরউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেিব উপস্থিতি থেকে বক্তব্য রাখেন (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক ও এডিশনাল এএসপি সুভাষ চন্দ্র সাহা।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের জেলা পরিচালক ফজলুল হক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইসলাম।

আড়াইহাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম এর সঞ্চালনায় গত বছরের পরিবার কল্যাণ সেবার সফলতার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।

add-content

আরও খবর

পঠিত