ফিরোজ কর্তৃক সাংবাদিক জুম্মন সোহেলকে প্রাণ নাশের হুমকি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জ সদর উপজেলা গোগনগর ইউনিয়নে দুগর্ন্ধযুক্ত প্লাষ্টিকের বস্তা পরিষ্কার করায় নিষেধ করায় জুম্মন সোহেলকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ফিরোজ মিয়া গংরা। এ ব্যাপারে জুম্মন সোহেল বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ  দায়ের করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, ১৩ নং আল আমিন ডিয়ারা এলাকার সিরাজুল হকের পুত্র মো. সোহেল জুম্মন উল্লেখ করেন, গোগনগর সুকুম পট্রি এলাকার মৃত ঈমান আলী প্রধানের পুত্র ফিরোজ মিয়াকে আমার বোন হাসনার বাসার সামনে দুর্গন্ধযুক্ত প্লাষ্টিকের বস্তা পরিষ্কার করতে নিষেধ করা হয়। প্রচন্ড দূর্গন্ধে পরিবেশ মারাত্বক আকার ধারন করায় আমার বোন সহ আশপাশের লোকজন উক্ত স্থানে পরিস্কার করতে নিষেধ করলেও কর্নপাত করেনি। গত ১৮ নভেম্বর বিবাদীকে জিজ্ঞাসা করিলে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও নানান ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়।

গত ১৯ নভেম্বর সোমবার রাতে জুম্মন সোহেল বাদী হয়ে ফিরোজ মিয়াকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত