নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর ৪৮ নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিল-২০১৮ এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ও পিটিএ কমিটির সার্বিক সহযোগিতায় ১৪ নভেম্বর বুধবার বিকালে নাসিক ২৩ নং ওয়ার্ড একরামপুরস্থ বিদ্যালয় ভবনের ছাদে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব চাঁনমিয়া। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নাসিক ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি শাওন অংকন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পিটিএ কমিটির সহ-সভাপতি খান মাসুদ ও একরামপুর ইস্পাহানী বড় মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব শাহনেওয়াজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব চাঁনমিয়া সরকারের ভূয়সী প্রশয়সা করে বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে দেশের সর্বোচ্চ বাজেট রাখেন। শিক্ষা জাতির মেরুদন্ড তাই তোমরা আগামীতে সুশিক্ষয় শিক্ষিত হয়ে এ স্কুলের সুনাম বয়ে আনবে এই কামনা করি।
বিশেষ অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক উঁচুস্তরে নিয়ে গেছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উপর অনেক অর্থ বরাদ্ধ দিয়েছে। জাতে করে বাংলাদেশের কোন মানুষ নিরক্ষর না থাকে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনযোগ বাড়াতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন ৩৪ কোটি নতুন বই। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনা সরকারের কারণে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা এদেশকে অনেক উঁচুস্তরে নিয়ে গেছে। তাই সামনে দেশকে আরও উন্নয়নশীল ও উঁচুস্থানে নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি সরকার দল করি বলেই বলছিনা আপনারা বিবেক বিবেচনা করে দেখেন, বিগত সরকার আমলে যারা দেশ পরিচালনা করেছে তারা দেশে কি উন্নয়ন করেছে আর শেখ হাসিনা সরকার দেশে দৃশ্যমান কি কি উন্নয়ন করেছে। সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন থেমে যাবে।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বন্দর উপজেলায় ৩য় বার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষিত হওয়া বন্দর লব ষ্টার চাইনিজ রেষ্টুরেন্ট এ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেয়ার ঘোষনা দেন।
নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, বিদ্যালয়ের এসএমসি কমিটির সহ-সভাপতি নবী-উল-আউয়াল দেওয়ান, এসএমসি কমিটির শরীফ হাসান চিশতী, সানজিদা খান স্বপ্না,পিটিএ কমিটির শফিকুল ইসলাম, সানজিদা বেগম, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন ও অভিভাবকসহ স্থানীব্যাক্তিবর্গ।
শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ মো. শামসুর রহমান। দোয়া পূর্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।