নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোন দেওয়া হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ ইকবাল এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি মো. মামুন-উর-রশিদ তানিম এবং মো. নজরুল ইসলাম জুয়েল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ১১ নভেম্বর ২০২০ সাল পর্যন্ত এ কমিটির মেয়াদ বলবৎ থাকবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি- কায়কোবাদ রুবেল, সহ সভাপতি- ফেরদৌসি আক্তার রিহান, সহ সভাপতি- গোপাল দাস।