সোনরগাঁ থানার ওসি ভূমিদস্যুদের পকেটে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাংবাদ সম্মেলন করছেন সোনারগাঁ থানার জয়রামপুর এলাকার অসহায় বৃদ্ধ মো. ঈমান আলী। সোমবার ( ১২নভেম্বর ) দুপুর ১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ভূমিদস্যু সেকান্দার, তনু, সিরাজ ও আলেকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।

তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যুরা আমার ১৩ শতাংশ জমি হতে সাড়ে ৫ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নিয়ে আমাকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। এব্যাপারে সোনারগাঁ থানায় অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ আমার অভিযোগ নেয়নি।  তখন আমি নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করি, যার নং – ১৩৫। মামলা করার পর ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে উঠে। তারা আদালতের নির্দেশ অমান্য করে জমির উপর দালান নির্মাণ করছে। দালান নির্মাণ করতে নিষেধ করায় মারধর করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়।

এর পূর্বে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৭ টায় মোতালেব এর পুত্র সেকান্দার ও তনু, খালু সিরাজ, মা আলেকা বাসায় ডেকে নিয়ে বিষয়টি মিমাংসা করার কথা বলে আমাকে মারধর করে প্রান নাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তখন থানায় গিয়ে মামলা করতে চাইলে তারা আমাকে কোর্টে গিয়ে মামলা করতে বলে। এর আগে উক্ত ভূমিদস্যুরা আমার ছোট ভাইয়ের জমি দখল করে তাকেও বাড়ি ছাড়া করেছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে সন্ত্রাসী ও ভুমিদস্যু তনু, সেকান্দার, সিরাজ ও আলেকা বাহিনীর ভয়ে ৪ মাস যাবত বাড়ী ছাড়া।

সোনারগাঁ থানায় সহযোগিতা না পাওয়ায় কোর্টে আরো একটি মামলা করি, যার নং-৯৪৪/১৮ দায়ের করি। থানায় মামলা করলেও সোনারগাঁ থানা পুলিশের কোন সহযোগিতা না পেয়ে এখন আমি ঘর ছাড়া। সন্ত্রাসীরা বলে বেড়াচ্ছে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও ওসি তদন্ত সেলিম মিয়া আমাদের পকেটে, তাদেরকে আমরা কিনে নিয়েছি। পারলে কিছু করিস।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ তদন্ত সেলিম মিয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই। যদি তারা আমার কাছে আসে তাহলে আমি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিব। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলমের মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি কলটি রিসিভ করেননি।

add-content

আরও খবর

পঠিত