নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন।
১২ নভেম্বর সোমবার বিকাল দিকে পল্টনে দলীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গিয়াস উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং মহানগর যুবদল ও সাবেক সংসদ আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ রিফাত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল শো-ডাউন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সাবেক সংসদ আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন এর আগে তিনি ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
সাবেক সংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আমার দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি চাই এবং আমাকে মনোনীত করেন তবে, বিশ্বাস করি আমাদের হারানো আসন পুনরুদ্ধার করতে পারবো। এই আসনটি বিএনপির ঘাঁটি।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক অধ্যাপক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ফতুল্লা থানা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র এম হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. মাজেদুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ মন্তাজউদ্দিন মন্তু, মহানগর যুবদলের সহ-সভাপতি সাগর প্রধান, কুতুবপুর ইউনিয়ণ বিএনপির সাবেক সভাপতি সুলতান আহম্মেদ মোল্লা, কাশিপুর ইউনিয়ণ বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রতন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, শ্রমিকদল নেতা এমএ আকবর হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহ আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল সভাপতি জুয়েল রানা, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবি দলের সভাপতি গিয়াসউদ্দিন প্রধান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, কুতুবপুর ইউনিয়ণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোক্তার হোসেন, ফতুল্লা ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম, ফতুল্লা ইউনিয়ণ ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, এনায়েতনগর ৭ নং ওয়ার্ড সিরাজুল ইসলাম সিরাজ, ফতুল্লা ইউনিয়ণ বিএনপি নেতা সৈয়দ জাকির হোসেন, জেলা শ্রমিকদল সভাপতি নাসির উদ্দিন, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ন, যুবদল নেতা তৈয়ূব হোসেন, পল্টু কর্মকার, সহসভাপতি আতিকুর রহমান অনিক, এনায়েতনগর ১ নং ওয়ার্ড সাধারণ সুমন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, এনায়েত নগর ইউনিয়ণ বিএনপি নেতা আক্তার হোসেন, মাহবুব, মোক্তার হোসেন মুক্ত প্রমূখ।