না.গঞ্জ-৫ আসন নৌকা প্রতিকে মনোনয়নে শতভাগ বিশ্বাসী ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)। ৯ নভেম্বর শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসন নৌকা প্রতিকে মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর গ্রীন সিগনাল পেয়ে যদি আমি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে  ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রাকে আর বেগবান করব। আর যদি মনোনয়ন নাও পাই তহলেও জননেত্রী শেখ হাসিনা  কর্তৃক নির্ধারিত প্রার্থীর জন্য আমরা কাজ করে যাব। এ সময় তার নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে রাজপথ মুখরিত করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি ও ভিপি বাদলের সহধর্মিণী নাহিদা বেগম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলী, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা  জুলহাস সরকার , আলমগীর হোসেন, আ.লীগ নেতা আবু নাছের, মো: রুবেল, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান, মাওলানা মো: নুরুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।

add-content

আরও খবর

পঠিত