ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে ফতুল্লায় বাসসহ ৩১ জন আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার ‍পথে একটি যাত্রীবাহি বাসসহ ৩১ জনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাগলার মুন্সিখোলা চেক পোষ্ট থেকে মুন্সীগঞ্জ টু ঢাকা রুটের দিঘিরপাড় নামক একটি বাস (ঢাকা জ- ১৪-০২৭৬) সহ পুলিশ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাদল মিয়া, আবু তাহের, জাহাঙ্গীর হোসেন, শাহজালাল, আশরাফুল ইসলাম জামান, শামীম, সালামত গাজী, সানাউল্লাহ, রবিউল আউয়াল, অ্যাড. শিবলী আহাম্মেদ, জসিম উদ্দিন, হাবিব, সানু মিয়া, সাহেব আলী, সুলতান, উজ্জল, বজলুর রহমান, রিপন, ওয়াজ কুরুনী, কামাল হোসেন, হাসানুল ইসলাম, ফয়সাল, মামুন আহাম্মেদ, সাগর, মিজানুর রহমান, সুমন, মিঠুন, নিজাম উদ্দিন, ওসমান গনি, বাদল মিয়া ও শামীম।

আটককৃতরা বলছেন, তাঁরা রাজধানীর খিলগায়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

আটককারী এস আই ইলিয়াস জানান, ধৃতরা ঐক্য ফ্রন্টের সমাবেশে যাচ্ছিল বলে ধারনা করে তাদের আটক করা হয়েছে। তবে বিষয়টি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত