সোনারগাঁয়ে আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের কমিটি ঘোষণা উপলক্ষ্যে সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপি এর ২নং ওয়ার্ডের পাঁচানী শান্তিনগর বাজারে মারজানকে সভাপতি, মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও আক্কাছ আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের আহবায়ক আল আমিন কবিরের সার্বিক তত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু বলেন, পদ পেয়ে ঘরে বসে থাকলে চলবেনা। তথ্য প্রযুক্তি লীগের প্রতিটি নেতা-কর্মীকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে দলের প্রচারণা চালাতে হবে। যে কাজ করলে দলের ভাবমূর্তি বৃদ্ধি পাবে সে কাজ বেশী বেশী করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আজ গভীর ষড়যন্ত্র চলছে তাই সকলকে চোঁখ-কান খোলা রাখতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় কিন্তু আমাদের আসনে মহাজোটের এমপি হবার কারণে উপজেলায় কাঙ্খিত উন্নয়ন সংঘটিত হয়নি। তাই আমাদের উন্নয়নে এবং সংগঠনকে সংগঠিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার ইনশাল্লাহ নৌকার মনোনয়ন পাবেন এবং আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের প্রতিটি নেতা-কর্মী আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বের হাতকে শক্তিশালী করে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আমার বিশ্বাস।

পিরোজপুর ইউপি এর ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের আহবায়ক আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সনেট, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন মুন্সী, মফিজুল ইসলাম, রহমত উল্লাহ, আফজাল হক, জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা, রুহুল আমিন, সাফায়েত উল্লাহ, আলী আকবর উপস্থিত ছিলেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানে মতিউর রহমান, নেয়ামত উল্লাহ, আহসান উল্লাহ, কুদ্দুছ, ইকরামুল, খোকন, খলিলুর রহমান, হোসাইন, তোফাজ্জল সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত