জাকির ভাই একটু মাফ করা যায়না : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একজন সোজাসাপটা সাদামনের মানুষ। র্সবদা স্পষ্টবাদী নীতিবান লোক হিসেবেই আলীরটেকবাসীর কাছে পরিচিত আলহাজ্ব জাকির হোসেন। যার কারণে ইউনিয়নটির সাবেক এই চেয়ারম্যান বর্তমানে দায়িত্বে না থাকলেও দেখা যায় ব্যপক জনপ্রিয়তা। তারই ধারাবাহীকতায় এলাকাবাসীর কাছে এবারও সাহসী বক্তব্য দিয়ে আলীরটেক বাসীর মন জয় করলেন সাবেক এই সফল চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।

 সোমবার (৫ নভেম্বর) বিকালে উদ্ধোধন হয় কুড়েরপাড় শেখ রাসেল আর্দশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন এমপি সেলিম ওসমান।

ওইসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে আলহাজ্ব জাকির হোসেন বলেছেন, আমাদের এমপি সেলিম ওসমান সাহেব অনেক দান করেন। যেহেতু ব্যবসা করি, অনেক ধনি লোকদেরই দেখি। উনি যেভাবে দান করেন আমার দৃষ্টিতে বাংলাদেশে আর কেউ নেই। উনি অনেক অনুদান দিয়েছেন। তবে আমাদের জনপ্রতিনিধিরা এই এলাকার জন্য ১০%^ উন্নয়ন করে নাই। বর্তমানে কোন কাজই হয় নাই। এমপি সাহেব ব্যপক বরাদ্ধ দেন কিন্তু কি কাজ হয়েছে তার কাগজ নিয়ে বসেন। ইঞ্জিনিয়াররা কি করে? আমরা আপনার জন্য ভোট চাইতে গেলে কি কথা বলুম। উন্নয়ন করতে হবে।

একপর্যায়ে তার বক্তব্য থামিয়ে ওইসময় মঞ্চে বসেই প্রধান অতিথি এমপি সেলিম ওসমান বলেন, জাকির ভাই একটু মাফ করে দেয়া যায়না! শেখ রাসেল স্কুলের উদ্বোধন, তার উপরে কথা হবে। অতীত নিয়ে কথা নয় ভবিষ্যত নিয়ে বলুন। অন্য কোন কথা নয়। আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আইসা পড়েন। তার এ বক্তব্যে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা করতালি দিয়ে ব্যপক সাড়া দেয়। কিন্তু জাকির হোসেন সাংসদকে সম্মান দিয়ে তার নির্দেশনা মেনে বক্তব্য শেষ করে দেন। এরপর এমপি সেলিম ওসমান জাকির হোসনেকে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে।

এদিকে ওইসময় জাকির চেয়ারম্যানের বক্তব্য থামাতে মঞ্চে বসা মতি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ভাই ভাই ও কি বলতাসে, ওরে থামান। এরপর এমপি সেলিম ওসমান কথা বলতে নিষেধ করে শুধু স্কুল নিয়ে কথা বলতে বলেন। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল কুড়েঁরপাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী, এমপির সহধর্মিনী নাসরিন ওসমান, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত