নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে স্কুল ছাত্রী আখি আক্তার আত্মহনের প্ররোচনাকারী বখাটে সাকিবের জামিন না মঞ্জুর করেছে আদালত। সোমবার (৫ নভেম্বর) সকালে আসামী সাবিক নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত হয়ে তার জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারগারে প্রেরনের নির্দেশ দেন।
সুত্রে জানা যায়, গত ৭ মাস ধরে স্কুলে আসা-যাওয়ার সময় নানাখী মধ্যপাড়া গ্রামের মনিরের ছেলে বখাটে সাকিব আঁখি আক্তারকে প্রেম নিবেদন করে আসছিলো। সাকিবের প্রেম নিবেদনে সারা না দেয়ায় ৮ অক্টোবর স্কুলে যাওয়ার সময় কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই ছাত্রীকে স্কুল গেটের সামনে অতর্কিতভাবে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়।
এ সময় স্কুল ছাত্রীর ডান গাল কেটে রক্তাক্ত জখম হলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত ছাত্রীর সহপাঠিরা তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ১৫ অক্টোবর সোমবার দুপুর ২ টার দিকে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম ইভটিজিংয়ের অভিযোগে বখাটে সাকিবকে ১৫ দিনের কারাদন্ড দেয়।
এ ঘটনায় সাকিব ১৫ দিনের কারাভোগের পর জেল থেকে ছাড়া পেয়ে পুর্বের চেয়ে আরো বহুগুন বেশী আখিকে নির্যাতন চালাতে থাকে।
অতিরিক্ত এ যন্ত্রনা সইতে না পেরে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এ ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় আখির পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এক মাত্র আসামী করা হয় সাকিবকে। মামলা দায়েরের পর সোমবার (৫ নভেম্বর) সকালে আসামী সাকিব নারায়ণগঞ্জ আদালতে জামিন আদালতে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করে।